Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ডিজিটাল প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে ভারত ও ফ্রান্সের মধ্যে স্বাক্ষরিত সমঝোতাপত্রে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার


 নয়াদিল্লি, ১১ অক্টোবর, ২০২৩ 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ ডিজিটাল প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে ভারতের বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক এবং ফ্রান্সের অর্থ, শিল্প মন্ত্রকের মধ্যে স্বাক্ষরিত সমঝোতাপত্রে অনুমোদন দিয়েছে। 
এই চুক্তির লক্ষ্য – ডিজিটাল প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতা ও তথ্য আদান-প্রদান বৃদ্ধি এবং দু’দেশেই ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানো। এর ফলে, সরকারি স্তরে এবং দু’দেশের বাণিজ্যিক সংস্থাগুলির মধ্যে ডিজিটাল প্রযুক্তি খাতে সহায়তা বৃদ্ধি পাবে। এছাড়া, কর্মসংস্থান বৃদ্ধি পাবে। চুক্তিটির মেয়াদ পাঁচ বছর। 
প্রেক্ষাপট: 
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতার প্রশ্নে বিভিন্ন দেশ ও বহুপাক্ষিক সংস্থার সঙ্গে একযোগে কাজ করছে ভারতের তথ্য প্রযুক্তি মন্ত্রক। পরিবর্তনশীল এই বিশ্বে ডিজিটাল ক্ষেত্রে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি অত্যন্ত জরুরি। ভারত ও ফ্রান্স দীর্ঘ দিনের কৌশলগত অংশীদার। দু’দেশের মধ্যে সাইবার নিরাপত্তা এবং ডিজিটাল প্রযুক্তি সংক্রান্ত কর্মপরিকল্পনা ঘোষণা হয়েছে ২০১৯ সালে। এর উপর ভিত্তি করে বিশ্ব অংশীদারিত্ব ব্যবস্থাপনার আওতায় সুপার কম্প্যুটিং, ক্লাউড কম্প্যুটিং, কৃত্রিম বুদ্ধিমত্তা কিংবা কোয়ান্টাম প্রযুক্তির ক্ষেত্রে ঘনিষ্ঠ সহযোগিতার ভিত্তিতে এগিয়ে চলেছে দুই দেশ। 

PG/AC/SB