নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর, ২০২২
বিশ্ব মেধাস্বত্ত্ব সংস্থা (ডব্লিউআইপিও)-র বিশ্ব উদ্ভাবনী সূচকে ভারত ৪০তম স্থানে উত্তীর্ণ হওয়ায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভারতীয় উদ্ভাবকদের নিয়ে গর্ব প্রকাশ করেছেন।
কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী শ্রী পীযূষ গোয়েলের একটি ট্যুইটকে উল্লেখ করে প্রধানমন্ত্রী এক ট্যুইট বার্তায় বলেছেন –
“ভারত জুড়ে উদ্ভাবন এক অনুরণন তৈরি করেছে। আমাদের উদ্ভাবকদের নিয়ে গর্বিত। আমরা দীর্ঘ পথ পেরিয়ে এসেছি এবং নতুন উচ্চতায় পৌঁছতে চাই।”
PG/AB/DM
Innovation is the buzzword across India. Proud of our innovators. We’ve come a long way and want to scale even newer heights. https://t.co/Fa82TmmnLc
— Narendra Modi (@narendramodi) September 29, 2022