নয়াদিল্লি, ১ এপ্রিল, ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ডঃ শ্রী শ্রী শ্রী শিবকুমার স্বামীগালুর জন্মজয়ন্তীতে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন। তাঁর নিঃস্বার্থ সেবা ও সহমর্মিতার আদর্শ আগামী প্রজন্মের কাছে প্রেরণাস্বরূপ বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন। সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে তাঁর কর্মকাণ্ড উদাহরণ হয়ে থাকবে বলে প্রধানমন্ত্রী মনে করেন।
এই মর্মে এক্স পোস্ট করেছেন প্রধানমন্ত্রী।
SC/AC/DM
Heartfelt tributes to His Holiness Dr. Sree Sree Sree Sivakumara Swamigalu on the special occasion of his Jayanti. He is remembered as a beacon of compassion and tireless service. He showed how selfless action can transform society. His extraordinary efforts across various fields… pic.twitter.com/833wy47HL2
— Narendra Modi (@narendramodi) April 1, 2025
ಪರಮಪೂಜ್ಯ ಡಾ. ಶ್ರೀ ಶ್ರೀ ಶ್ರೀ ಶಿವಕುಮಾರ ಸ್ವಾಮೀಜಿ ಅವರ ಜಯಂತಿಯ ಈ ವಿಶೇಷ ಸಂದರ್ಭದಲ್ಲಿ ಅವರಿಗೆ ಹೃತ್ಪೂರ್ವಕ ನಮನಗಳು. ಕಾರುಣ್ಯ ಮತ್ತು ದಣಿವರಿಯದ ಸೇವೆಯ ದಾರಿದೀಪವೆಂದು ಅವರನ್ನು ಸ್ಮರಿಸಲಾಗುತ್ತದೆ. ನಿಸ್ವಾರ್ಥ ಸೇವೆಯು ಸಮಾಜವನ್ನು ಹೇಗೆ ಪರಿವರ್ತಿಸುತ್ತದೆ ಎಂಬುದನ್ನು ಅವರು ತೋರಿಸಿದ್ದಾರೆ. ನಾನಾ ಕ್ಷೇತ್ರಗಳಲ್ಲಿ ಅವರ ಅಸಾಧಾರಣ… pic.twitter.com/fEvlBqxvtG
— Narendra Modi (@narendramodi) April 1, 2025