প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জ্যৈষ্ঠ অষ্টমী উপলক্ষ্যে কাশ্মীরী পণ্ডিত সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন।
তাঁর শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী বলেন, “ জ্যৈষ্ঠ অষ্টমীর এই পবিত্র তিথিতে আমি বিশেষ করে কাশ্মীরী পন্ডিত সম্প্রদায়ের মানুষদের শুভেচ্ছা জানাচ্ছি। মাতা খীর ভবানীর আশীর্বাদে সকলের জীবন সুখ, সুস্বাস্থ্য ও সমৃদ্ধিময় হোক।“
CG/CB
Best wishes, especially to the Kashmiri Pandit community, on the very special occasion Jyeshtha Ashtami.
— Narendra Modi (@narendramodi) May 30, 2020
With the divine blessings of Mata Kheer Bhawani, may everyone be happy, healthy and prosperous.