নতুন দিল্লি, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ জৈব প্রযুক্তি বিভাগের দুটি প্রকল্পকে সংযুক্ত করার প্রস্তাবে অনুমোদন দিয়েছে। সংযুক্ত প্রকল্পের নাম হবে বায়ো টেকনোলজি রিসার্চ ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনিয়ারশিপ ডেভলপমেন্ট (বায়ো-রাইড)। এর সঙ্গে বায়ো ম্যানুফ্যাকচারিং ও বায়ো ফাউন্ড্রি নামে একটি নতুন উপাদানও যুক্ত করা হয়েছে।
প্রকল্পের মূল তিনটি উপাদান হল:
ক) জৈব প্রযুক্তি গবেষণা ও উন্নয়ন;
খ) শিল্প ও উদ্যোগগত উন্নয়ন
গ) জৈব উৎপাদন ও ঢালাই
এই প্রকল্পের জন্য পঞ্চদশ অর্থ কমিশনের সময়কালে ২০২১-২২ থেকে ২০২৫-২৬ পর্যন্ত মোট ৯ হাজার ১৯৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
‘বায়ো-রাইড’ প্রকল্পের লক্ষ্য হল উদ্ভাবন ও জৈব উদ্যোগের প্রসার ঘটিয়ে জৈব প্রযুক্তি ও উৎপাদনের ক্ষেত্রে ভারতকে বিশ্বনেতা করে তোলা। এই প্রকল্প রূপায়িত হলে –
জৈব উদ্যোগ বাড়বে।
উদ্ভাবনের প্রসার ঘটবে।
শিল্পমহলের সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানগুলির সমন্বয় নিবিড় হবে।
জৈব উৎপাদনে সুস্থিতি আসবে।
জৈব প্রযুক্তি ক্ষেত্রে গবেষণায় অর্থ সাহায্য পাওয়া যাবে।
জৈব প্রযুক্তি ক্ষেত্রে মানব সম্পদের পরিচর্যা হবে।
দেশে বৃত্তাকার জৈব অর্থনীতির প্রসার ঘটাতে একে লাইফ মিশনের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় প্রধানমন্ত্রী এই মিশনের সূচনা করেছিলেন। এই মিশনের আওতায় জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিবেশ সহায়ক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
PG/SD/SKD
The Cabinet has approved the ‘Bio-RIDE’ scheme, which will further support India's strides in biotechnology. Emphasis will be given to innovation, funding and capacity building. This scheme will also encourage sustainable development. https://t.co/vjqiGh0wPe
— Narendra Modi (@narendramodi) September 18, 2024