নয়াদিল্লি, ২৮ জুন, ২০২২
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জার্মানীর স্কলস এলমাউতে জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে ২০২২-এর ২৭ জুন কানাডার প্রধানমন্ত্রী সম্মানীয় শ্রী জাস্টিন ট্রুডো-র সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।
একই মূল্যবোধে বিশ্বাসী দুই বলিষ্ঠ গণতন্ত্রের দুই শীর্ষ নেতার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক সহ নানান বিষয়ে সফল আলোচনা হয়।
বাণিজ্য, অর্থনৈতিক সহযোগিতা, নিরাপত্তা সহযোগিতা ও সন্ত্রাস মোকাবিলা এবং মানুষে মানুষে সহযোগিতার মতো বিষয়গুলিতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যেতে সম্মত হয়েছে দুই দেশ।
উভয় নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয়েও মতবিনিময় করেন।
PG/PM/NS
Prime Ministers @narendramodi and @JustinTrudeau meet on the sidelines of the G-7 Summit in Germany. They took stock of the India-Canada friendship and discussed ways to further strengthen it across various sectors. pic.twitter.com/UWDXJTXo3Q
— PMO India (@PMOIndia) June 27, 2022
Reviewed the full range of India-Canada ties during the fruitful meeting with PM @JustinTrudeau. There is immense scope to boost cooperation in sectors like trade, culture and agriculture. pic.twitter.com/RjqxPvtfOi
— Narendra Modi (@narendramodi) June 27, 2022