Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

জার্মান গায়িকা কাসেন্ড্রা মাই স্পিটমান-এর সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ


নয়াদিল্লি, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ পল্লদম-এ জার্মান গায়িকা কাসেন্ড্রা মাই স্পিটমান এবং তাঁর মায়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

প্রধানমন্ত্রী তাঁর বেতার অনুষ্ঠান ‘মন কি বাত’-এর একটি পর্বে কাসেন্ড্রার প্রসঙ্গটি উত্থাপন করেন। তিনি বিভিন্ন ভারতীয় ভাষায় মূলত ভক্তিগীতি পরিবেশন করেন। আজ তিনি ‘অচ্যুতম কেশবম’ এবং একটি তামিল গান প্রধানমন্ত্রীর সামনে পরিবেশন করেন। 

সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন :

“আমাদের আলাপচারিতার সময় কাসেন্ড্রা মাই স্পিটমান-এর ভারতের প্রতি যে ভালোবাসা নজরে এসেছে তা উদাহরণস্বরূপ। তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।”

PG/CB/DM