জার্মানিরভূতপূর্ব চ্যান্সেলর মিঃ হেলমুট কোল-এর প্রয়াণে শোক প্রকাশ করেছেন ভারতেরপ্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এক বার্তায় তিনি বলেছেন :
“বিশিষ্টরাজনীতিজ্ঞ, অভিন্ন জার্মানির রূপকার এবং ইউরোপীয় সংহতির নীতিতে আমূল বিশ্বাসী মিঃহেলমুট কোল-এর মৃত্যুতে জানাই আমাদের শোক ও সমবেদনা।
১৯৮৬ এবং১৯৯৩ সালে ভারত সফরে এসেছিলেন মিঃ হেলমুট কোল। ভারত-জার্মানি সম্পর্ককে শক্তিশালীকরে তোলার ক্ষেত্রে তাঁর অবদান আমাদের কাছে অনেকখানি।”
PG/SKD/DM/
Our condolences at the demise of Mr. Helmut Kohl - statesman, architect of German unification & ardent believer in European integration: PM
— PMO India (@PMOIndia) June 16, 2017
Mr. Helmut Kohl visited India in 1986 and 1993. We value his contribution in strengthening India-Germany ties: PM @narendramodi
— PMO India (@PMOIndia) June 16, 2017