Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

জাম্বে তাশির প্রয়াণে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর


নয়াদিল্লি,  ০২  নভেম্বর, ২০২২

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী অরুণাচল বিধানসভার সদস্য জাম্বে তাশির প্রয়াণে শোক প্রকাশ করেছেন।

এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেন;

“জাম্বে তাশির অকাল প্র‍য়াণে আমি মর্মাহত। সমাজের জন্য কাজ করতে আগ্রহী এক উদীয়মান নেতা ছিলেন তিনি। অরুণাচল প্রদেশের উন্নতির জন্য কঠোর পরিশ্রম করেছেন তিনি। দুঃখের এই প্রহরে তাঁর শোকসন্তপ্ত পরিবার পরিজন ও সমর্থকদের জন্য রইলো আমার সমবেদনা। ওম শান্তি পদ্মে হুম।@PemaKhanduBJP”।

 

PG/PM/NS