Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

জাফনায় ভারতের সহযোগিতায় তৈরি থিরুভাল্লুর সাংস্কৃতিক কেন্দ্রকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী


নতুন দিল্লি, ১৮ জানুয়ারি ২০২৫

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জাফনায় ভারতের সহযোগিতায় গড়ে ওঠা থিরুভাল্লুর সাংস্কৃতিক কেন্দ্রকে স্বাগত জানিয়েছেন। 

শ্রীলঙ্কায় ভারতের পক্ষ থেকে করা এক পোস্টের প্রত্যুত্তরে শ্রী মোদী লিখেছেন :

“জাফনায় ভারতের সহযোগিতায় তৈরি সাংস্কৃতিক কেন্দ্র ‘থিরুভাল্লুর কালচারাল সেন্টার’কে স্বাগত জানাই। মহান থিরুভাল্লুরের প্রতি শ্রদ্ধা নিবেদন ছাড়াও এটি ভারত ও শ্রীলঙ্কার মানুষের মধ্যে গভীর সাংস্কৃতিক, ভাষাগত, ঐতিহাসিক এবং সভ্যতা-সংক্রান্ত বন্ধনের সাক্ষ্য দিচ্ছে।”

SC/MP/AS