Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

জাপান – ভারত বাণিজ্যিক সহযোগিতা কমিটির প্রতিনিধিদল প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন


নয়াদিল্লি, ০৫ মার্চ, ২০২৫ 

 

জাপান – ভারত বাণিজ্যিক সহযোগিতা কমিটি (জেআইবিবিসি)-র ১৭ জন সদস্যের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই প্রতিনিধিদলটির নেতৃত্বে রয়েছেন এর চেয়ারম্যান শ্রী তাৎসুও ইয়াসুনাগা। জাপানের কর্পোরেট ক্ষেত্রের পদস্থ নেতারা ছাড়াও ব্যাঙ্কিং, ম্যানুফ্যাকচারিং, এয়ারলাইন্স, ফার্মা, ইঞ্জিনিয়ারিং ও লজিস্টিক্স ক্ষেত্রের প্রতিনিধিরা এই দলে রয়েছেন। 
শ্রী ইয়াসুনাগা প্রধানমন্ত্রীকে আসন্ন ৪৮তম জাপান – ভারত বাণিজ্য সহযোগিতা কমিটির সঙ্গে ভারতের বৈঠকের বিষয়ে বিস্তারিত জানান। নতুন দিল্লিতে ৬ মার্চ এই বৈঠক হবে। এছাড়াও, উচ্চ গুণমানসম্পন্ন ব্যয়সাশ্রয়ী সামগ্রী ভারতে তৈরির বিষয়ে ও ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রকে আফ্রিকা সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়ার সম্ভাবনা নিয়ে বৈঠকে আলোচনা হয়।
প্রধানমন্ত্রী ভারতে জাপানের বাণিজ্য সম্প্রসারণ পরিকল্পনার প্রশংসা করেন এবং ‘মেক ইন ইন্ডিয়া’, ‘মেক ফর দ্য ওয়ার্ল্ড’ অর্থাৎ ভারতে তৈরি সামগ্রী বিশ্বের জন্য এই কর্মসূচিতে জাপানের প্রতিশ্রুতিবদ্ধতার প্রশংসা করেন। শ্রী মোদী দক্ষতা উন্নয়ন সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির উপরও জোর দেন। ভারত – জাপান দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে অন্যতম মূল স্তম্ভ হ’ল দক্ষতা উন্নয়ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি। 

 

SC/PM/SB