Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

জাপান- ইন্ডিয়া অ্যাসোসিয়েশন (জেআইএ)-এর চেয়ারম্যান ও জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী যোশিহিডে সুগার সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর

জাপান- ইন্ডিয়া অ্যাসোসিয়েশন (জেআইএ)-এর চেয়ারম্যান ও জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী যোশিহিডে সুগার সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর


      নতুনদিল্লি ০৬ জুলাই,২০২৩

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ জাপান- ইন্ডিয়া অ্যাসোসিয়েশন (জেআইএ)-এর চেয়ারম্যান ও জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী যোশিহিডে সুগার সঙ্গে সাক্ষাৎ করেন। মিঃ সুগা ১০০ সদস্যের বেশি এক প্রতিনিধিদল নিয়ে ভারত সফরে এসেছেন। এঁদের মধ্যে রয়েছেন সরকারি আধিকারিক, কেইদানরেন (জাপান বিজনেস ফেডারেশন) এবং “গণেশ নো কাই” গোষ্ঠীর সাংসদরা।

      জেআইএ-র চেয়ারম্যান হিসেবে প্রথমবার ভারত সফরে আসা মিঃ সুগাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী। দুই নেতার মধ্যে বিশেষ কৌশলগত বোঝাপড়া এবং ভারত ও জাপানের মধ্যে আন্তর্জাতিক অংশীদারিত্ব নিয়ে মত বিনিময় হয়।  এছাড়া, লগ্নি ও আর্থিক সহযোগিতা, রেল, দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ, দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে অংশীদারিত্ব নিয়েও দুই নেতার মধ্যে কথা হয়।

      প্রধানমন্ত্রী জাপানের “গণেশ নো কাই” সংসদীয় গোষ্ঠীর সদস্যদের সঙ্গেও কথা বলেন এবং দুই দেশের মধ্যে সংসদীয় যোগাযোগ মজবুত করার ওপর তাঁরা জোর দেন। জাপানে যোগা ও আয়ুর্বেদের ক্রমবর্ধমান জনপ্রিয়তা নিয়ে তাঁরা সন্তোষ প্রকাশ করেন এবং ভারত ও জাপানের মধ্যে সাংস্কৃতিক বন্ধন শক্তিশালী করার ব্যাপারে তাঁদের মধ্যে আলোচনা হয়।

      প্রধানমন্ত্রী কেইদানরেন সদস্যদেরও স্বাগত জানান এবং দেশে ব্যবসায়িক ক্ষেত্রে সংস্কার ও উন্নয়নের বিস্তারিত তথ্য তাঁদের সামনে তুলে ধরেন। ভারতে তাঁদের লগ্নি বাড়ানোর জন্য জাপানের ব্যবসায়ীদের কাছে আর্জি জানান প্রধানমন্ত্রী। সেইসঙ্গে লগ্নির নতুন নতুন ক্ষেত্র খুঁজে বার করার জন্য অনুরোধ জানান ।

CG/MP/CS