নয়াদিল্লি, ২১ ফেব্রুয়ারি, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জাদুই পিতারা সূচনার প্রশংসা করেছেন। শৈশবে খেলতে খেলতে শিক্ষাদানের উদ্যোগ এই জাদুই পিতারা।
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধানের এক ট্যুইট বার্তার জবাবে প্রধানমন্ত্রী বলেছেন;
“খেলতে খেলতে লেখাপড়া করার মধ্যে অদ্ভুত এক আনন্দ আছে। জাদুই পিতারার মধ্য দিয়ে শিশু মনে আরও উৎসাহ, উদ্দীপনা সঞ্চারিত হবে।”
PG/CB/NS
खेल-खेल में पढ़ाई का भरपूर आनंद! यह #JaaduiPitara बाल मन में एक नया जोश और रंग भरने वाला है। https://t.co/9ddi3g1OjA
— Narendra Modi (@narendramodi) February 21, 2023