নয়াদিল্লি, ২০ এপ্রিল, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জাতীয় সংগ্রহালয়ের ঐতিহাসিক নথি সমৃদ্ধ ১ কোটির বেশি পৃষ্ঠা নিয়ে তৈরি পোর্টাল “অভিলেখ পটল”-এর প্রশংসা করেছেন।
জাতীয় সংগ্রহালয়ের একগুচ্ছ ট্যুইটের জবাবে প্রধানমন্ত্রী তাঁর ট্যুইটে বলেন;
“ইতিহাস ও সংস্কৃতি নিয়ে আগ্রহী মানুষের কাছে এ এক বিশেষ আকর্ষণের বিষয়।”
PG/PM/NS
This is something which will interest those who are passionate about history and culture. https://t.co/Rrw80ZFZjS
— Narendra Modi (@narendramodi) April 20, 2023