Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

জাতীয় মানবাধিকার কমিশনের ২৮তম প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আগামীকাল যোগ দেবেন


নয়াদিল্লি, ১১ অক্টোবর, ২০২১

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামীকাল (১২ অক্টোবর) বেলা ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় মানবাধিকার কমিশনের (এনএইচআরসি) ২৮তম প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে যোগ দেবেন। এই অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী এবং এনএইচআরসি-র চেয়ারপার্সন উপস্থিত থাকবেন। 

জাতীয় মানবাধিকার কমিশন (এনএইচআরসি) সম্পর্কে

মানবাধিকার সুরক্ষা ও প্রসারে ১৯৯৩ সালের মানবাধিকার আইনের আওতায় জাতীয় মানবাধিকার কমিশন গঠিত হয়। এই কমিশন যে কোনও ধরনের মানবাধিকার লঙ্ঘণের ঘটনা খতিয়ে দেখে থাকে এবং মানবাধিকার লঙ্ঘিত হলে ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতি পূরণ মেটাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সুপারিশ জানায়। একই সঙ্গে, দোষী সরকারি কর্মীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণে পরামর্শ দিয়ে থাকে। 

 

CG/BD/SB