নয়াদিল্লি, ২৫ জানুয়ারি, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জাতীয় ভোটার দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেন, “জাতীয় ভোটার দিবসের শুভেচ্ছা। এবারের থিম বা মূল ভাবনা – ‘ভোট দেওয়ার মতো গুরুত্বপূর্ণ আর কিছু নেই, আমি অবশ্যই ভোট দিই’ – এই বার্তা থেকে অনুপ্রেরণা নিয়ে সকলকে নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার এবং আমাদের গণতন্ত্রকে আরও মজবুত করতে একযোগে কাজ করার আহ্বান জানাই। আমি এই ক্ষেত্রে ভারতের নির্বাচন কমিশনের প্রচেষ্টারও প্রশংসা করি”।
PG/PM/SB
Greetings on National Voters’ Day. Inspired by this year’s theme of ‘Nothing Like Voting, I Vote For Sure’, may we all work together to further strengthen active participation in elections and strengthen our democracy. I also laud ECI for their efforts in this area. @ECISVEEP
— Narendra Modi (@narendramodi) January 25, 2023