নয়াদিল্লি, ১ মে, ২০২৩
জাতীয় তপশিলি জাতি-উপজাতি প্রকল্পে সুবিধাভোগীর নথিভুক্তির সংখ্যা ১ লক্ষ অতিক্রম করে যাওয়ায় প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
কেন্দ্রীয় মন্ত্রী শ্রী নারায়ণ রানে-র দেওয়া তথ্যের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, অণু, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগগুলি (এমএসএমই) শক্তিশালী করার অর্থ সমাজের প্রত্যেক শ্রেণীকে শক্তিশালী করা।
প্রধানমন্ত্রী ট্যুইট করে বলেন :
“অনেক অনেক শুভেচ্ছা। এমএসএমই ক্ষেত্রকে শক্তিশালী করার অর্থ সমাজের সমস্ত শ্রেণীর সশক্তিকরণ। রাষ্ট্রীয় এসসি-এসটি হাব-এর এই সাফল্য যথেষ্টই উৎসাহজনক।”
PG/AB/DM/
बहुत-बहुत बधाई! MSME सेक्टर को सशक्त करने का अर्थ है- समाज के हर वर्ग का सशक्तिकरण। राष्ट्रीय SC-ST हब स्कीम की ये सफलता उत्साहित करने वाली है। https://t.co/JdrdSMUyTw
— Narendra Modi (@narendramodi) May 1, 2023