নয়াদিল্লি, ১৪ জানুয়ারি, ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জাতীয় হরিদ্রা পরিষদের গঠনকে স্বাগত জানিয়ে বলেছেন, এর ফলে হলুদ উৎপাদনের ক্ষেত্রে উদ্ভাবনা ও মূল্য সংযোগের প্রসার ঘটবে ও আন্তর্জাতিক বাজারে তার বিপণনেও গতি আসবে। এর ফলে, কৃষক এবং উপভোক্তা উভয়েই উপকৃত হবেন।
এক্স মঞ্চে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী পীযূষ গোয়েলের একটি পোস্টের প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী এই বার্তা দিয়েছেন।
SC/AC/DM.
The establishment of the National Turmeric Board is a matter of immense joy, particularly for our hardworking turmeric farmers across India!
— Narendra Modi (@narendramodi) January 14, 2025
This will ensure better opportunities for innovation, global promotion and value addition in turmeric production. It will strengthen the… https://t.co/Inwmrj4rBd