নয়াদিল্লি, ৫ এপ্রিল, ২০২৫
জাতীয় সমুদ্র দিবস উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভারতের অগ্রগতির জন্য সামুদ্রিক ক্ষেত্র এবং বন্দরগুলিকে শক্তিশালী করার জন্য সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।
এক্স-হ্যান্ডেলের একটি পোস্টে, তিনি লিখেছেন:
“আজ, জাতীয় সমুদ্র দিবসে, আমরা ভারতের সমৃদ্ধ সমুদ্র ইতিহাস এবং জাতি গঠনে এই খাতের ভূমিকা স্মরণ করছি।
ভারতের অগ্রগতির জন্য আমরা সামুদ্রিক ক্ষেত্র এবং আমাদের বন্দরগুলিকে শক্তিশালী করার কাজ চালিয়ে যাব।”
SC/SB/DM
Today, on National Maritime Day, we recall India’s rich maritime history and the role played by this sector in nation-building.
— Narendra Modi (@narendramodi) April 5, 2025
We will continue to strengthen the maritime sector and our ports for India’s progress. pic.twitter.com/a7VJ7yoa96