নয়াদিল্লি, ০৬ সেপ্টেম্বর, ২০২৪
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ তাঁর ৭, লোক কল্যাণ মার্গ – এর বাসভবনে জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষকদের সঙ্গে দেখা করেন।
পুরস্কারপ্রাপ্ত শিক্ষকরা প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁদের শিক্ষাদান সংক্রান্ত অভিজ্ঞতা ভাগ করে নেন। শিক্ষাদানের পাশাপাশি, নিজেদের সামাজিক কর্মকান্ড সম্পর্কেও তাঁরা প্রধানমন্ত্রীকে অবহিত করেন। প্রধানমন্ত্রী বলেন, এই পুরস্কারের মাধ্যমে তাঁদের কর্তব্য নিষ্ঠাকে সম্মানিত করা হয়েছে।
জাতীয় শিক্ষা নীতির তাৎপর্য এবং মাতৃভাষায় শিক্ষাদানের উপকারিতা সম্পর্কে প্রধানমন্ত্রী আলোকপাত করেন। বিভিন্ন অঞ্চলে নানা ভাষায় শিক্ষাদানের কাজ হ’লে শিক্ষার্থীরা অনেকগুলি ভাষা শিখতে পারবে এবং ভারতের বৈচিত্র্যময় সাংস্কৃতিক সম্পদের সঙ্গে ভালোভাবে পরিচিত হবে বলে প্রধানমন্ত্রী মনে করেন।
প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের শিক্ষামূলক ভ্রমণের উপরও জোর দেন। এর ফলে, শিক্ষার্থীদের জ্ঞানলাভের পাশাপাশি স্থানীয় পর্যটন ক্ষেত্রেও প্রসার ঘটবে বলে তিনি মন্তব্য করেন। সমাজ মাধ্যমে শিক্ষাদান প্রণালী সংক্রান্ত আদান-প্রদান হলে শিক্ষক এবং শিক্ষার্থী সমাজ উভয় পক্ষই উপকৃত হবে বলে প্রধানমন্ত্রী মনে করেন। বিকশিত ভারতের স্বপ্ন পূরণের লক্ষ্যে তরুণ প্রজন্মকে প্রস্তুত করে তোলা শিক্ষকদের দায়িত্ব বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
এ বছর দেশের বিভিন্ন প্রান্তের ৮২ জন শিক্ষক জাতীয় শিক্ষক পুরস্কার পেয়েছেন। এদের মধ্যে ৫০ জনকে নির্বাচন করেছে স্কুল শিক্ষা ও সাক্ষরতা দপ্তর। উচ্চ শিক্ষা দপ্তর বেছে নিয়েছে ১৬ জনকে। অন্য ১৬ জন দক্ষতা বিকাশ মন্ত্রকের দ্বারা নির্বাচিত।
PG/AC/SB