নয়াদিল্লি, ২৩ শে জানুয়ারি , ২০২৪
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ৭ লোককল্যাণ মার্গ-এ তাঁর বাসভবনে প্রধানমন্ত্রী জাতীয় বাল পুরস্কার প্রাপক (পিএমআরবিপি)দের সঙ্গে আলাপচারিতায় অংশ নেন।
প্রধানমন্ত্রী তাদের হাতে স্মারক তুলে দেন ও তাদের সঙ্গে খোলা মনে আলাপচারিতায় অংশ নেন। শিশুরা যে সাফল্যের জন্য এই পুরস্কারে নির্বাচিত হয়েছে সেকথা প্রধানমন্ত্রীর সঙ্গে ভাগ করে নেয়। সঙ্গীত, সংস্কৃতি, সৌরবিদ্যুৎ, ব্যাডমিন্টন, দাবার মতো খেলাধুলোর বিষয়ে আলোচনা হয়।
শিশুরা প্রধানমন্ত্রীকে বেশ কিছু প্রশ্ন করে। এর জবাব দেবার সময় প্রধানমন্ত্রী সবধরনের সঙ্গীতের প্রতি তাঁর আকর্ষণের কথা আলোচনা করেন। এই বিষয়টি কিভাবে তাঁকে ধ্যান করতে সাহায্য করে সেকথাও উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা চালুর প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে প্রধানমন্ত্রী গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন তাঁর সৌরবিদ্যুৎ প্রকল্প চালুর কথা স্মরণ করেন। শ্রী মোদী শিশুদের সঙ্গে আজকের দিনটির গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন ও পরাক্রম দিবসের কথা বলে সরকার কিভাবে নেতাজী সুভাষচন্দ্র বসুর ধারাকে সম্মান জানাচ্ছে তা জানান।
ভারত সরকার শিল্প, সংস্কৃতি, সাহসিকতা, উদ্ভাবন, বিজ্ঞান ও প্রযুক্তি, সমাজসেবা, খেলাধুলা ও পরিবেশের মতো ৭ টি বিষয়ে বিশেষ সাফল্যের জন্য প্রধানমন্ত্রী জাতীয় বাল পুরস্কার প্রদান করে। প্রত্যেক পুরস্কার প্রাপককে পদক, শংসাপত্র ও পুস্তিকা দেওয়া হয়। এবছর সমগ্র দেশে ১৯ টি শিশু বিভিন্ন বিভাগে প্রধানমন্ত্রী জাতীয় বাল পুরস্কার-২০২৪ এর জন্য নির্বাচিত হয়েছে। পুরস্কার প্রাপকদের মধ্যে ৯ জন বালক ও ১০ জন বালিকা রয়েছে।
PG/PM /SG/