নতুন দিল্লি ২৯ শে আগস্ট, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জাতীয় ক্রীড়া দিবসে ক্রীড়াবিদদের শুভেচ্ছা জানিয়েছেন।
শ্রী মোদী মেজর ধ্যানচাঁদের জন্মবার্ষিকীতে তাঁর প্রতিও শ্রদ্ধা জানান।
এক্স হ্যাণ্ডেলে মোদী বলেছেন ;
“জাতীয় ক্রীড়াদিবসে ক্রীড়াবিদদের আমি শুভেচ্ছা জানাচ্ছি। রাষ্ট্রের প্রতি তাঁদের অবদানের জন্য ভারত গর্বিত। মেজর ধ্যানচাঁদজির জন্মবার্ষিকীতে তাঁর প্রতিও আমি শ্রদ্ধা জানাচ্ছি।”
AC / AB /SG
On National Sports Day, my greetings to all sportspersons. India is proud of their contributions to the nation. I pay homage to Major Dhyan Chand Ji as well on his birth anniversary.
— Narendra Modi (@narendramodi) August 29, 2023