Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

জলবিদ্যুৎ প্রকল্প পরিকাঠামো গড়তে বাজেট সহায়তা প্রকল্পে পরিবর্তন অনুমোদন করল কেন্দ্রীয় মন্ত্রিসভা


নতুন দিল্লি, ১১ সেপ্টেম্বর, ২০২৪

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা জলবিদ্যুৎ প্রকল্প পরিকাঠামো গড়তে বাজেট সহায়তা প্রকল্পে পরিবর্তন অনুমোদন করেছে। ১২ হাজার ৪৬১ কোটি টাকা মোট আর্থিক বরাদ্দের এই প্রস্তাব কেন্দ্রীয় শক্তি মন্ত্রক কেন্দ্রীয় মন্ত্রিসভার সামনে পেশ করেছিল। ২০২৪-২৫ আর্থিক বছর থেকে ২০৩১-৩২ সময়কালের জন্য এই প্রকল্প রূপায়িত হবে।
দূরবর্তী এলাকায়, পাহাড়ি অঞ্চলে এবং যেকোনে পরিকাঠামোর অভাব রয়েছে এমন জায়গায় জলবিদ্যুৎ উন্নয়নে বকেয়া বিভিন্ন বিষয়গুলি নিয়ে কেন্দ্রীয় সরকার নানা নীতিগত সিদ্ধান্ত নিচ্ছে। ইতিপূর্বে ২০১৯ সালের মার্চ মাসে কেন্দ্রীয় মন্ত্রিসভা বৃহৎ জলবিদ্যুৎ প্রকল্পগুলিকে পুনর্নবিকরণযোগ্য শক্তির উৎস হিসেবে ঘোষণা করেছিল। সেই সঙ্গে রাস্তা, ব্রীজ তৈরি সহ পরিকাঠামোগত খরচের ক্ষেত্রেও বাজেট সহায়তা প্রদান করা হয়েছিল। 
পরিমার্জিত প্রকল্পের ফলে জলবিদ্যুৎ প্রকল্পগুলির দ্রুত উন্নতি সাধন সম্ভব হবে। সেই সঙ্গে দূরবর্তী এলাকা এবং পাহাড়ি অঞ্চলে প্রকল্পের ক্ষেত্রে পরিকাঠামোগত উন্নয়ন ঘটানো হবে। এতে স্থানীয় মানুষজনের ব্যাপক আকারে প্রত্যক্ষ কর্মসংস্থান সম্ভব হবে। এর পাশাপাশি পরিবহন, পর্যটন, ছোটো মাপের ব্যবসা এবং উদ্যোগ ক্ষেত্রে পরোক্ষ কর্মসংস্থানের পথও খুলে যাবে। জলবিদ্যুৎ ক্ষেত্রে নতুন বিনিয়োগ এর ফলে উৎসাহ পাবে এবং আর্থিক সহায়তার ফলে সময় বেঁধে নতুন প্রকল্পও রূপায়ণ করা যাবে। 

PG/AB /SG