প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা গ্রিন হাউস গ্যাস(জি.এইচ.জি.)-এরনিঃসরণ নিয়ে কিয়োটো প্রটোকলের দ্বিতীয় প্রতিশ্রুতি সময়ের অনুসমর্থনে অনুমোদন দিল| কিয়োটো প্রটোকলের দ্বিতীয় প্রতিশ্রুতি সময় গৃহিত হয়েছিল ২০১২ সালে| এখন পর্যন্ত এতে৬৫টি দেশ এতে অনুসমর্থন দিয়েছে|
জলবায়ু পরিবর্তননিয়ে আন্তর্জাতিক ঐকমত্যে ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকার পর এই অনুমোদনের সিদ্ধান্তআবহাওয়ার সুরক্ষা ও জলবায়ুর ক্ষেত্রে সুবিচারের পর্যায়ে বিভিন্ন দেশের মধ্যেভারতের নেতৃত্বের বিষয়কেই তুলে ধরল| এই অনুসমর্থন অন্যান্য উন্নয়নশীল দেশগুলিকেও এধরনের সিদ্ধান্ত নিতে উত্সাহিত করবে| তাছাড়া স্বচ্ছ উন্নয়ন পদ্ধতি প্রকল্পরূপায়নের পাশাপাশি দীর্ঘস্থায়ী উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ায় ভারতে বিনিয়োগেউত্সাহিত করার ক্ষেত্রেও তা সহায়তা করবে|
উন্নত দেশগুলিইমূলত গ্রিন হাউস গ্যাসের বেশি নির্গমন করার জন্য দায়ী| তাই কিয়োটো প্রটোকলেরমাধ্যমে এই নিঃসরণের হার কমানোর পাশাপাশি উন্নয়নশীল দেশগুলিকে আধুনিক প্রযুক্তিপ্রদান করার কথাই মূলত গৃহিত হয়েছে| ভারতের মত উন্নয়নশীল দেশের ক্ষেত্রে কিয়োটোপ্রটোকলের অধীনে কোনো বাধ্যবাধকতা নেই| কিয়োটো প্রটোকল ১৯৯৭ সালে গৃহিত হয়েছে এবংএর প্রথম প্রতিশ্রুতি সময়ছিল ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত| ২০১২ সালে দোহা-তে দ্বিতীয় প্রতিশ্রুতি সময়নির্ধারিত হয়েছে ২০১৩ থেকে ২০২০ সাল পর্যন্ত| ভারত এক্ষেত্রে বরাবরই বিশেষ ভুমিকানিয়ে আসছে|
SK/ A.D