নতুন দিল্লি, ২৪ ডিসেম্বর, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সকালে তাঁর বাসভবন ৭, লোক কল্যাণ মার্গে জম্মু-কাশ্মীরের ছাত্র-ছাত্রীদের এক প্রতিনিধি দলের সঙ্গে একান্ত আলাপচারিতায় মিলিত হন। জম্মু-কাশ্মীরের সবকটি জেলার ছাত্র-ছাত্রীদের নিয়ে তৈরি এই প্রতিনিধি দলের প্রায় ২৫০ জন পড়ুয়া প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা করেন।
ভারত সরকারের যুব বিনিময় কর্মসূচি ‘বতন কো জানো’ অর্থাৎ দেশকে জানো বিনিময় কর্মসূচির অধীনে এই পড়ুয়ারা জয়পুর, আজমীর এবং নতুন দিল্লি সফর করছে। এক ভারত শ্রেষ্ঠ ভারত – এই বার্তা নিয়ে ভারতের সাংস্কৃতিক ও সামাজিক বৈচিত্রের সঙ্গে জম্মু-কাশ্মীরের যুব সম্প্রদায়ের পরিচয় ঘটানোই এই কর্মসূচির লক্ষ্য।
আপালচারিতার সময় তাঁদের এই সফরের অভিজ্ঞতা এবং যে সব জায়গা সফর করেছে, সেই সম্পর্কে জানতে চান প্রধানমন্ত্রী। ক্রীড়া ক্ষেত্রে জম্মু-কাশ্মীরের ঐতিহ্য নিয়ে তাঁদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। এই প্রসঙ্গে তিনি ক্রিকেট, ফুটবলের মতো খেলাধূলার পাশাপাশি এশিয়ান প্যারা গেমসে তিরন্দাজিতে ৩টি পদক জয়ী শীতল দেবীর দৃষ্টান্ত তুলে ধরেন। জম্মু-কাশ্মীরের তরুণ প্রতিভাদের প্রশংসা করেন প্রধানমন্ত্রী।
দেশের অগ্রগতির লক্ষ্যে কাজ করার জন্য ছাত্র-ছাত্রীদের পরামর্শ দেন প্রধানমন্ত্রী। জম্মু-কাশ্মীরে বিশ্বের উচ্চতম রেল সেতুর কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এর ফলে ওই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটবে।
কথা প্রসঙ্গে জম্মু-কাশ্মীরে চলতি বছরে রেকর্ড সংখ্যক পর্যটকের ভিড়ের কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে যোগাসনের উপযোগিতা এবং নিয়মিত যোগ চর্চার ওপর জোর দেন তিনি।
PG/MP/AS
Had a memorable interaction with students from Jammu and Kashmir. Their enthusiasm and energy is truly admirable. pic.twitter.com/aUsVaIXlJy
— Narendra Modi (@narendramodi) December 24, 2023