Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

জন্মবার্ষিকীতে এম.জি রামচন্দ্রনকে স্মরণ প্রধানমন্ত্রীর


নতুন দিল্লি, ১৭ জানুয়ারি, ২০২৩
 

বিখ্যাত তামিল চলচ্চিত্র ব্যক্তিত্ব এবং তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এম.জি. রামচন্দ্রনকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী বলেছেন;

“মহান এমজিআর-এর জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করছি। তিনি ছিলেন তামিল চলচ্চিত্রের এক প্রতিভূ এবং এক দূরদর্শী নেতা। তাঁর চলচ্চিত্রগুলি, বিশেষত সামাজিক ন্যায় ও সহানুভূতির আধারে যেগুলি নির্মিত হয়েছে, সেগুলি রূপোলি পর্দার বাইরেও মনকে ছুঁয়ে যায়। একজন নেতা ও মুখ্যমন্ত্রী হিসেবে তিনি মানুষের কল্যাণের জন্য নিরলস পরিশ্রম করেছেন, তামিলনাড়ুর বিকাশ ও উন্নয়নে তার গভীর প্রভাব পড়েছে। তাঁর কাজ আমাদের অনুপ্রেরণার উৎস হয়ে রয়েছে।”

 

 

“தலைசிறந்த எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்த தினத்தை நினைவு கூர்ந்து அவரது வாழ்க்கையை இன்று கொண்டாடுகிறோம். அவர் தமிழ் சினிமாவின் உண்மையான அடையாளமாகவும், தொலைநோக்கு மிக்க தலைவராகவும் இருந்தார்.  அவரது திரைப் படங்களில் நிறைந்திருந்த சமூக நீதி மற்றும் கருணை ஆகியவை, வெள்ளித்திரைக்கு அப்பாலும் இதயங்களை வென்றன.  தலைவராகவும், முதலமைச்சராகவும் மக்கள் நலனுக்காக அயராது உழைத்தவர், தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியவர். அவரது பணி தொடர்ந்து நமக்கு ஊக்கம் அளிக்கிறது.”

 

 

PG/SD/SKD