আপনাদের সবাইকে জনজাতীয় গৌরব দিবসের আন্তরিক শুভকামনা জানাই।
আজ সারা দেশ শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে ভগবান বীরসা মুন্ডার জন্মজয়ন্তী পালন করছে। আমি দেশের মহান সুপুত্র, মহান বিপ্লবী ভগবান বীরসা মুন্ডাকে প্রণাম জানাই। এই ১৫ নভেম্বর তারিখটি ভারতের জনজাতি পরম্পরার গৌরব গান করার দিন। আমি একে আমাদের সরকারের সৌভাগ্য বলে মনে করি যে, আমরা এই ১৫ নভেম্বর তারিখটিকে জনজাতীয় গৌরব দিবস উপলক্ষে ঘোষণা করার সুযোগ পেয়েছি।
বন্ধুগণ,
ভগবান বীরসা মুন্ডা শুধুই আমাদের রাজনৈতিক স্বাধীনতার মহানায়ক ছিলেন না, তিনি আমাদের আধ্যাত্মিক, সাংস্কৃতিক প্রাণশক্তিরও সংবাহক ছিলেন। আজ স্বাধীনতার ‘পঞ্চপ্রাণ’ শক্তি নিয়ে দেশ ভগবান বীরসা মুন্ডা সহ কোটি কোটি জনজাতীয় বীরদের স্বপ্নগুলিকে বাস্তবায়িত করার লক্ষ্যে এগিয়ে চলেছে।
জনজাতীয় গৌরব দিবস পালনের মাধ্যমে দেশের জনজাতীয় ঐতিহ্য নিয়ে গর্ব আর জনজাতি সমাজের উন্নয়নের সংকল্প এই প্রাণশক্তির অঙ্গ।
বন্ধুগণ,
ভারতের জনজাতি সমাজ ইংরেজ ও বিদেশি শাসকদের দেখিয়ে দিয়েছে যে, তাঁদের সামর্থ্য কতটা। সাঁওতাল পরগনায় তিলকা মাঝির নেতৃত্বে অসম সাহসী ‘দামিন ই কো’ – এর জন্য আমরা গর্বিত। বুধু ভগতের নেতৃত্বে ‘লরকা’ আন্দোলনের জন্য আমরা গর্বিত। সিধু ও কানহু-র নেতৃত্বাধীন বিপ্লবের জন্য আমরা গর্বিত। তানা ভগত ও বেগড়া ভীলের নেতৃত্বাধীন আন্দোলনের জন্য আমরা গর্বিত। আমরা গর্বিত নায়করা আন্দোলনের জন্য। আমরা গর্বিত সন্ত জরিয়া পরমেশ্বর এবং রূপ সিংহ নায়কের নেতৃত্বাধীন আন্দোলনগুলির জন্য।
আমরা গর্বিত লিমডি, দাহোদ – এ ইংরেজ সৈন্যকে নাস্তানাবুদ করে দেওয়া জনজাতি বীরদের জন্য। আমরা গর্বিত মানগড়ের মান বৃদ্ধি করা বীর গোবিন্দ গুরুজীর নেতৃত্বাধীন সংগ্রামের জন্যও। আমরা গর্বিত আল্লুরি সীতা রাম রাজুজীর নেতৃত্বে রম্পা আন্দোলনের জন্যও। এরকম কত না সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনের মাধ্যমে ভারতের এই ভূমি আরও পবিত্র হয়েছে, এরকম কত না জনজাতি শূর বীররা আত্মবলিদানের মাধ্যমে ভারতমাতাকে রক্ষা করেছেন। এটা আমার সৌভাগ্য যে, গত বছর আজকের দিনেই রাঁচিতে বীরসা মুন্ডা সংগ্রহালয়টি দেশবাসীর উদ্দেশে সমর্পণের সুযোগ পেয়েছিলাম। আজ ভারত দেশের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জনজাতি স্বাধীনতা সংগ্রামীদের স্মৃতির উদ্দেশে তাঁদের সংগ্রামের কাহিনী তুলে ধরা এরকম অনেক সংগ্রহালয় গড়ে তুলছে।
বন্ধুগণ,
বিগত ৮ বছর ধরে আমাদের জনজাতীয় ভাই-বোনেরা দেশের প্রত্যেক প্রকল্পের, প্রত্যেক প্রচেষ্টার শুভ সূচনায় অংশগ্রহণ করেছেন। জন ধন যোজনা থেকে শুরু করে গোবর ধন যোজনা পর্যন্ত, বন ধন বিকাশ থেকে শুরু করে বন ধন স্বনির্ভর গোষ্ঠী গড়ে তোলা, স্বচ্ছ ভারত মিশন থেকে শুরু করে জল জীবন মিশন পর্যন্ত, পিএম আবাস যোজনা থেকে শুরু করে উজ্জ্বলা যোজনার মাধ্যমে গরীবদের বাড়িতে বাড়িতে রান্নার গ্যাস সংযোগ অভিযানে, মাতৃত্ব বন্দনা থেকে শুরু করে পুষ্টি বৃদ্ধির জন্য জাতীয় অভিযান, গ্রামীণ সড়ক যোজনা থেকে শুরু করে মোবাইল সংযোগ বৃদ্ধি, একলব্য বিদ্যালয়গুলি থেকে শুরু করে জনজাতীয়দের জন্য গড়ে তোলা বিশ্ববিদ্যালয় পর্যন্ত, বাঁশ সংক্রান্ত কয়েক দশক পুরনো আইনে পরিবর্তন আনা থেকে শুরু করে প্রায় ৯০টি বনজ সামগ্রীর ন্যূনতম সহায়ক মূল্য পর্যন্ত, সিকল সেল অ্যানিমিয়া প্রতিরোধ অভিযান থেকে শুরু করে ট্রাইবাল রিসার্চ ইন্সটিটিউট গড়ে তোলা পর্যন্ত বিনামূল্যে করোনা প্রতিরোধী টিকা থেকে শুরু করে অনেক জীবননাশক রোগ থেকে রক্ষাকারী প্রতিরোধক টিকাকরণ অভিযান মিশন ইন্দ্রধনুষ পর্যন্ত কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সাফল্য দেশের কোটি কোটি জনজাতি পরিবারগুলির জীবনকে সহজ করে তুলেছে। তাঁরা দেশের উন্নয়নযজ্ঞ থেকে লাভবান হয়েছেন।
বন্ধুগণ,
জনজাতি সমাজে শৌর্যের কদর যেমন রয়েছে, প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে পরস্পরের পরিপূরক হয়ে বেঁচে থাকা – এই পরিবেশ-বান্ধব ঐতিহ্য থেকে শিক্ষা নিয়ে আমাদের ভারতের ভবিষ্যতকে নতুন আকার দিতে হবে। আমার দৃঢ় বিশ্বাস, এই জনজাতীয় গৌরব দিবস আমাদের এই লক্ষ্যে এগিয়ে যেতে অনেক নতুন সুযোগ এনে দেবে, একটি মাধ্যম হয়ে উঠবে। এই সংকল্প নিয়ে আমি আরেকবার ভগবান বীরসা মুন্ডা এবং কোটি কোটি জনজাতি বীর ও বীরঙ্গনাদের চরণে প্রণাম জানাই।
অনেক অনেক ধন্যবাদ।
आप सभी को जनजातीय गौरव दिवस की अनेकानेक शुभकामनाएं। भगवान बिरसा मुंडा जी शत-शत नमन। #JanjatiyaGauravDivas https://t.co/mu61vJ3YDH
— Narendra Modi (@narendramodi) November 15, 2022
Tributes to Bhagwan Birsa Munda on his Jayanti. pic.twitter.com/8D8gqgZx6N
— PMO India (@PMOIndia) November 15, 2022
15th November is the day to remember the contributions of our tribal community. pic.twitter.com/j77LDHpWiA
— PMO India (@PMOIndia) November 15, 2022
The nation takes inspiration from Bhagwan Birsa Munda. pic.twitter.com/4baMYWMdA8
— PMO India (@PMOIndia) November 15, 2022
India is proud of the rich and diverse tribal community. pic.twitter.com/bSx6OLRQE3
— PMO India (@PMOIndia) November 15, 2022