নয়াদিল্লি, ২ জানুয়ারি, ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ছোট ব্যবসার ক্ষমতায়ন এবং ই-কমার্সের রূপান্তরে ওএনডিসি-র অবদানকে স্মরণ করেছেন। তিনি বলেছেন, অগ্রগতি ও সমৃদ্ধি ত্বরান্বিত করতে এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
শ্রী পীযূষ গোয়েলের একটি টুইট বার্তার উত্তরে শ্রী মোদী এক্স হ্যান্ডেলে-এ লিখেছেন :
“ওএনডিসি ছোট ব্যবসার ক্ষমতায়ন এবং ই-বাণিজ্যের রূপান্তরে অবদান রেখেছে, যার ফলে অগ্রগতি এবং সমৃদ্ধি ত্বরান্বিত করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে।”
SSS/AP/DM.
ONDC has contributed to empowering small businesses and revolutionising e-commerce, thus playing a vital role in furthering growth and prosperity. https://t.co/foXY99jw3X
— Narendra Modi (@narendramodi) January 2, 2025