Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ছত্তিসগড় সফরকরলেন প্রধানমন্ত্রী, সূচনা করলেন জঙ্গল সাফারির, আবরণ উন্মোচন করলেন পন্ডিতদীনদয়াল উপাধ্যায়-এর মর্মর মূর্তির, উদ্বোধন করলেন রাজ্যোৎসবের

ছত্তিসগড় সফরকরলেন প্রধানমন্ত্রী, সূচনা করলেন জঙ্গল সাফারির, আবরণ উন্মোচন করলেন পন্ডিতদীনদয়াল উপাধ্যায়-এর মর্মর মূর্তির, উদ্বোধন করলেন রাজ্যোৎসবের

ছত্তিসগড় সফরকরলেন প্রধানমন্ত্রী, সূচনা করলেন জঙ্গল সাফারির, আবরণ উন্মোচন করলেন পন্ডিতদীনদয়াল উপাধ্যায়-এর মর্মর মূর্তির, উদ্বোধন করলেন রাজ্যোৎসবের

ছত্তিসগড় সফরকরলেন প্রধানমন্ত্রী, সূচনা করলেন জঙ্গল সাফারির, আবরণ উন্মোচন করলেন পন্ডিতদীনদয়াল উপাধ্যায়-এর মর্মর মূর্তির, উদ্বোধন করলেন রাজ্যোৎসবের


প্রধানমন্ত্রী শ্রীনরেন্দ্র মোদি মঙ্গলবার ছত্তিসগড়ের নয়া রায়পুর পরিদর্শন করেন| তিনি এই শহরের‘জঙ্গল সাফারি’র উদ্বোধন করেছেন এবং সংক্ষিপ্তভাবে ঘুরে দেখেছেন| তিনি পন্ডিতদীনদয়াল উপাধ্যায়-এর মর্মর মূর্তির আবরণ উন্মোচন করেন, শহরের প্রধান বীথিকা-পথকে‘একাত্মা পথ’ হিসেবে উৎসর্গ করেছেন এবং নয়া রায়পুর বি.আর.টি.এস. প্রকল্পের সূচনাকরেন|

প্রধানমন্ত্রী “হাম্মার ছত্তিসগড় যোজনা”-য় অংশগ্রহণকারীদের সঙ্গে সাক্ষাৎ করলেন| রাজ্যোৎসবের উদ্বোধন করেপ্রধানমন্ত্রী উন্মুক্ত স্থানে মলত্যাগমুক্ত (ও ডি এফ) করার প্রচারে ভালো অবদানেরজন্য দুটি জেলা ও পনেরোটি ব্লকের কর্মকর্তাদের হাতে শংসাপত্র তুলে দেন| তিনিমনোনীত সুবিধাপ্রাপকদের উজ্জ্বলা প্রকল্পের অধীনে এল.পি.জি. সংযোগ এবং সৌর উজলাযোজনা-র সূচনা উপলক্ষে সোলার পাম্প বিতরণ করেন|

প্রধানমন্ত্রী স্মরণ করেন যে, প্রাক্তন প্রধানমন্ত্রীশ্রী অটল বিহারী বাজপেয়ীই শান্তিপূর্ণ ও সম্প্রীতিপূর্ণ পদ্ধতিতে ছত্তিসগড় সহতিনটি নতুন রাজ্যের গঠন সুনিশ্চিত করেছিলেন|

তুলনামূলকভাবে একটিছোট রাজ্য কীভাবে উন্নয়নের এক নতুন উচ্চতায় পৌঁছাতে পারে, তা করে দেখানোর জন্যতিনি ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী ডক্টর রমণ সিং এবং এই রাজ্যের প্রশংসা করেন| এইউন্নয়নমূলক উদ্যোগের প্রভাব ছত্তিসগড়ের আগামী প্রজন্মকে উপকৃত করবে বলে তিনিমন্তব্য করেন| প্রধানমন্ত্রী বলেন, এই রাজ্যে তিনি পর্যটনের বিশেষ সম্ভাবনাদেখছেন, যা দরিদ্র থেকে দরিদ্রতম মানুষের জন্য নতুন আর্থিক সম্ভাবনা নিয়ে আসতেপারে|

প্রধানমন্ত্রীকৃষকদের জন্য মূল্যযুক্ত বা ভ্যালু এডিশন করার বিভিন্ন উদ্যোগের জন্যও ছত্তিসগড়রাজ্যের প্রশংসা করেন|

PG/A.D