নয়াদিল্লি, ০৪ ফেব্রুয়ারি, ২০২২
চৌরি চৌরা ঘটনার শতবর্ষ পূর্ণ হওয়ায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী স্বাধীনতা সংগ্রামের বীর সেনানীদের স্মরণ করেছেন। এই ঘটনার শতবার্ষিকী উদযাপন উপলক্ষে গত বছর তাঁর দেওয়া ভাষণ প্রধানমন্ত্রী সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন।
এক ট্যুইটে প্রধানমন্ত্রী বলেছেন, “আজ আমরা চৌরি চৌরা ঘটনার শতবর্ষ উদযাপন করছি। এই ঘটনার শতবর্ষ উদযাপন উপলক্ষে গত বছর আমার দেওয়া ভাষণ সকলের সঙ্গে ভাগ করে নিচ্ছি। আমাদের স্বাধীনতা সংগ্রামের বীর সেনানীদের স্মরণ করে আমি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছিলাম”।
CG/BD/SB
Today, we mark a hundred years of the Chauri Chaura incident. Sharing my speech from last year, when the centenary celebrations of the incident began. I spoke about a wide range of subjects including remembering the heroes of our freedom struggle. https://t.co/jUkSVkjMSn
— Narendra Modi (@narendramodi) February 4, 2022