Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

চিনে অনুষ্ঠিত ৩১তম আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় ভারতীয় খেলোয়াড়দের সাফল্যে প্রধানমন্ত্রীর সন্তোষ প্রকাশ


নয়াদিল্লি, ৮ আগস্ট ২০২৩

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ৩১তম আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় ভারতীয় খেলোয়াড়দের সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন। এই প্রতিযোগিতায় ১১টি সোনা, পাঁচটি রুপো এবং ১০টি ব্রোঞ্জ – অর্থাৎ, মোট ২৬টি পদক ভারত জয় করেছে, যা একটি রেকর্ড। প্রধানমন্ত্রী বলেছেন, ১৯৫৯ সালে শুরু হওয়া এই প্রতিযোগিতায় এবারই ভারতীয় খেলোয়াড়দের সাফল্য সবথেকে বেশি। তিনি এজন্য প্রত্যেক খেলোয়াড়, তাঁদের পরিবারের সদস্য এবং প্রশিক্ষকদের অভিনন্দন জানিয়েছেন। 

এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন :

“দুর্দান্ত এক ক্রীড়া নৈপুণ্য প্রত্যেক ভারতবাসীকে গর্বিত করেছে!

৩১তম আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় ভারতীয় খেলোয়াড়রা ২৬টি পদক জয় করেছেন – যা এক রেকর্ড। ১১টি সোনা, পাঁচটি রুপো এবং ১০টি ব্রোঞ্জ পদক জয়লাভ করে এবারই প্রথম ভারত সবথেকে বেশি পদক লাভ করেছে। 

আমাদের ক্রীড়াবিদরা দেশকে গর্বিত করেছেন এবং আগামীদিনের খেলোয়াড়রা এর মাধ্যমে অনুপ্রাণিত হবেন। আমি তাঁদের সকলকে অভিবাদন জানাই।” 

“১৯৫৯ সালে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার সূচনার পর ভারত মোট ১৮টি পদক পেয়েছে। এবারই প্রথম এই প্রতিযোগিতায় আমাদের ক্রীড়াবিদরা ২৬টি পদক জয় করলেন যা অত্যন্ত আনন্দের।

এর মাধ্যমে আমাদের খেলোয়াড়দের একনিষ্ঠ অধ্যাবসায় প্রতিফলিত হয়েছে। আমি এজন্য প্রত্যেক খেলোয়াড়, তাঁদের পরিবারের সদস্য এবং প্রশিক্ষকদের অভিনন্দন জানাই। আগামীদিনে তাঁদের আরও সাফল্য কামনা করি।”

AC/CB/DM