Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

চিকিৎসক দিবসে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা


নয়াদিল্লি, ০১ জুলাই, ২০২৪ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ চিকিৎসক দিবস উপলক্ষে চিকিৎসকদের শুভেচ্ছা জানিয়েছেন। ভারতে স্বাস্থ্য পরিষেবা পরিকাঠামোকে উন্নত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ জানিয়ে শ্রী মোদী বলেন, চিকিৎসকরাও যাতে তাঁদের প্রাপ্য সম্মান পান, তাও নিশ্চিত করা হবে। 
এক্স হ্যান্ডেলে শ্রী মোদী লিখেছেন, “ #DoctorsDay-তে শুভেচ্ছা জানাই। আজকের দিনটি স্বাস্থ্য সেবায় নায়কদের অসামান্য আত্মত্যাগ ও ভালোবাসাকে সম্মান জানানোর দিন। অসাধারণ দক্ষতায় কঠিনতম সমস্যাকে তাঁরা অনায়াসে সমাধান করেন। আমাদের সরকার ভারতে স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতিসাধনে সম্পূর্ণ দায়বদ্ধ। সেইসঙ্গে, চিকিৎসকরাও যাতে তাঁদের প্রাপ্য সম্মান পান, তাও নিশ্চিত করা হবে”।

PG/AB/SB…