নয়াদিল্লি, ১৭ মে, ২০২৩
ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া (আইসিএআই) এবং দ্য চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ দ্য মালদ্বীপজ (সিএ মালদ্বীপ)-এর মধ্যে একটি মউ স্বাক্ষরের বিষয়ে সম্মতি দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক এই অনুমোদনদানের সিদ্ধান্তটি গৃহীত হয়।
আইসিএআই এবং সিএ মালদ্বীপ-র লক্ষ্য হল অ্যাকাউন্টস-এর ক্ষেত্রে জ্ঞান, পেশাদারিত্ব এবং মেধা বিকাশের বিষয়ে পারস্পরিক সহযোগিতা প্রসার। এছাড়াও, আইসিএআই এবং সিএ মালদ্বীপ-এর সদস্যদের এই দু’দেশের মধ্যে পেশাগতভাবে অ্যাকাউন্ট্যান্সির উন্নয়নে আগ্রহী করে তোলাও এই চুক্তি স্বাক্ষরের অন্যতম উদ্দেশ্য।
এই মউ স্বাক্ষরের পথ ধরে আইসিএআই মালদ্বীপের সঙ্গে অংশীদারিত্বের সম্পর্ককে আরও দৃঢ় করে তোলার সুযোগ পাবে। শুধু তাই নয়, এই মউ স্বাক্ষরের ফলে ভারত ও মালদ্বীপের মধ্যে পেশাগত কর্মক্ষেত্রে সহযোগিতার সম্পর্ক আরও নিবিড় হয়ে উঠবে। দু’দেশের পেশাদারদের মধ্যে একদিকে যেমন এক দেশ থেকে অন্য দেশে গিয়ে কাজ করার সুযোগ বৃদ্ধি পাবে, অন্যদিকে তেমনই বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা হবে।
মউ স্বাক্ষরের দলিলে বলা হয়েছে যে পারস্পরিক মত ও তথ্য বিনিময় এবং প্রশিক্ষণ, প্রযুক্তিগত গবেষণা এবং দু’দেশের অ্যাকাউন্ট্যান্টদের মধ্যে পেশাগত উন্নয়ন ও বিকাশ প্রচেষ্টার ওপর বিশেষ জোর দেওয়া হবে। এজন্য তৈরি করা হবে সুনির্দিষ্ট ওয়েবসাইট এবং আয়োজিত হবে সেমিনার, কনফারেন্স এবং ছাত্রছাত্রীদের মধ্যে সফর বিনিময় কর্মসূচি। এছাড়াও, অ্যাকাউন্ট্যান্সির ক্ষেত্রে সর্বশেষ উন্নয়ন সম্পর্কে ভারত ও মালদ্বীপের মধ্যে তথ্যেরও আদানপ্রদান ঘটবে। ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অ্যাকাউন্ট্যান্টস (আইএফএসি)-এর সদস্য পদের জন্য সিএ মালদ্বীপ বিশেষভাবে আগ্রহী। বর্তমানে এই সংস্থায় ১৩৫টি দেশের ১৮০ জন সদস্য রয়েছে। সিএ মালদ্বীপ-এর এই আগ্রহকে বাড়িয়ে তুলতে আইসিএআই সাধ্যমতো চেষ্টা করে যাবে বলে মউ স্বাক্ষরের দলিলে বলা হয়েছে।
PG/SKD/DM/