নয়াদিল্লি, ১৩ মার্চ, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী চলতি বছরের তিনদিনব্যাপী যোগ মহোৎসবে সকলকে অংশগ্রহণের আর্জি জানিয়েছেন। আর ১০০ দিন পর ২০২৩-এর আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হবে। নতুন দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে ১৩ এবং ১৪ মার্চ তিনদিনব্যাপী যোগ মহোৎসব উদযাপিত হবে। ১৫ মার্চ মোরারজি দেশাই ন্যাশনাল ইনস্টিটিউট অফ যোগ-এ এই অনুষ্ঠান উদযাপিত হবে।
আয়ুষ মন্ত্রকের এক ট্যুইট বার্তা সকলের সঙ্গে ভাগ করে নিয়ে প্রধানমন্ত্রী বলেছেন :
“আর ১০০ দিন পর যোগ দিবস উদযাপিত হবে। আপনারা উৎসাহ এবং উদ্দীপনার সঙ্গে এই দিনটি পালন করুন। যদি কেউ তাঁর দৈনন্দিন জীবনযাত্রায় যোগকে অন্তর্ভুক্ত না করেন, তাহলে তাঁকে বলব দ্রুত আপনার জীবনে যোগকে অন্তর্ভুক্ত করুন।”
PG/CB/DM/
With a hundred days to go for Yoga Day, urging you all to mark it with enthusiasm. And, if you haven’t made Yoga a part of your lives already, do so at the earliest. https://t.co/8duu7BlUzi
— Narendra Modi (@narendramodi) March 13, 2023