Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

চন্ডীগড়ে ৩টি নতুন ফৌজদারি আইনের সফল রূপায়ণ জাতির উদ্দেশে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী মোদী


নতুন দিল্লি ২ ডিসেম্বর ২০২৪

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ৩ ডিসেম্বর, ২০২৪ তারিখে বেলা ১২টায় চন্ডীগড়ে ৩টি  নতুন ফৌজদারি আইন – ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়মের সফল রূপায়ণ জাতির উদ্দেশে উৎসর্গ করবেন।

প্রধানমন্ত্রীর ভাবনা অনুযায়ী স্বাধীনতার পরেও চালু থাকা ঔপনিবেশিক যুগের আইনের পরিবর্তে নতুন এই ৩টি আইন প্রণয়ন করা হয়েছে। এই আইনগুলির মূল সারমর্ম হল, “সুরক্ষিত সমাজ, উন্নত ভারত – শাস্তি থেকে ন্যায়।” 

স্বচ্ছ, দক্ষ এবং সমসাময়িক সমাজের উপযোগী করে ভারতের আইন ব্যবস্থাকে গড়ে তুলতে এ বছরের ১ জুলাই থেকে গোটা দেশে এই আইনগুলি কার্যকর করা হয়েছে। এই আইনি সংস্কার ভারতের ফৌজদারি বিচার ব্যবস্থায় ঐতিহাসিক পরিবর্তন এনেছে। সাইবার অপরাধের মোকাবিলা এবং বিভিন্ন ধরনের অপরাধের ক্ষেত্রে ন্যায় বিচার সুনিশ্চিত করার মাধ্যমে নতুন এই আইনকে আধুনিক যুগের উপযোগী করে তৈরি করা হয়েছে।   
                              
 PG/MP/CS