Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

চটিলায়জনসভায় ভাষণ দিলেন প্রধানমন্ত্রী, রাজকোটের জন্য গ্রিনফিল্ড বিমান বন্দরেরশিলান্যাস করলেন


নয়াদিল্লি: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি শনিবার গুজরাটের সুরেন্দ্রনগর জেলার চটিলায় একজনসভায় ভাষণ দিলেন| সেখানে তিনি রাজকোটের জন্য গ্রিনফিল্ড বিমান বন্দর,আহমেদাবাদ-রাজকোট জাতীয় মহাসড়কের ছয়-লেন করা, রাজকোট-মরবি রাজ্য মহাসড়কের চার-লেনকরার শিলান্যাস করলেন| তাছাড়া তিনি সম্পূর্ণরূপে স্বনিয়ন্ত্রিত একটি দুগ্ধপ্রক্রিয়াকরণ ও প্যাকেটজাতকরণ প্ল্যান্ট এবং সুরেন্দ্রনগরের জরাবরনগর ও রতনপুরেরজন্য পানীয়জল সরবরাহ পাইপ লাইনকেও জাতির উদ্দেশে উত্সর্গ করেন|

প্রধানমন্ত্রীবলেন, সুরেন্দ্রনগর জেলায় একটি বিমান বন্দর হচ্ছে, তা কল্পনা করাই কষ্টকর| এ ধরনেরউন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণকে ক্ষমতা প্রদান করে|

তিনিবলেন, বিমান পরিষেবা শুধুমাত্র ধনীদের জন্যই হতে পারে না| আমরা বিমান পরিষেবাকে সাশ্রয়ীমূল্যের করে কম সুবিধাপ্রাপ্ত মানুষের নাগালের মধ্যে নিয়ে এসেছি|

প্রধানমন্ত্রীবলেন, বর্তমানে উন্নয়নের সংজ্ঞা পাল্টে গেছে| এক সময় চাপাকলকেই উন্নয়নের চিহ্নহিসেবে মনে করা হতো| আজ নর্মদা নদীর জলকে মানুষের সুবিধার জন্য নিয়ে আসা হয়েছে|তিনি বলেন, নর্মদা নদীর জল থেকে সুরেন্দ্রনগর জেলার অনেক সুবিধা হচ্ছে| জলকেদায়িত্বপূর্ণভাবে ব্যবহার করার জন্য এবং প্রতিটি ফোঁটাকে সংরক্ষণের জন্য তিনিজনগণের কাছে আহ্বান জানান| প্রধানমন্ত্রী বলেন, সুরসাগর ডেয়ারি জনগণের জন্যঅসাধারণ সুবিধা নিয়ে আসবে| প্রাক্তন মুখ্যমন্ত্রী কেশুভাই প্যাটেল কীভাবে উন্নত ওনিরাপদ সড়ক নির্মাণের জন্য কাজ করেছেন, তিনি তারও উল্লেখ করেন|

A.D.