Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

গ্র্যান্ড কম্যান্ডার অফ দ্য অর্ডার অফ দ্য স্টার অ্যান্ড কি অফ দ্য ইন্ডিয়ান ওশন সম্মান গ্রহণের সময়ে প্রধানমন্ত্রীর ভাষণ

গ্র্যান্ড কম্যান্ডার অফ দ্য অর্ডার অফ দ্য স্টার অ্যান্ড কি অফ দ্য ইন্ডিয়ান ওশন সম্মান গ্রহণের সময়ে প্রধানমন্ত্রীর ভাষণ


নয়াদিল্লি, ১২ মার্চ, ২০২৫

 

মরিশাসের রাষ্ট্রপতি 
মহামান্য ধরমবীর গোকুলজি,
প্রধানমন্ত্রী মহামান্য নবীন চন্দ্র রামগুলামজি,
মরিশাসের বোন ও ভায়েরা,

মরিশাসের সর্বোচ্চ জাতীয় সম্মান আমাকে দেওয়ায় আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ শুধু আমার নয়, ভারতের ১৪০ কোটি মানুষের পাওয়া সম্মান। ভারত ও মরিশাসের মধ্যে যে শতাব্দীপ্রাচীন সাংস্কৃতিক ও ঐতিহাসিক সংযোগ রয়েছে, এই সম্মান তার প্রতি শ্রদ্ধার্ঘ্য। আঞ্চলিক শান্তি, প্রগতি, নিরাপত্তা ও সুস্থিত উন্নয়ন নিয়ে আমাদের অভিন্ন অঙ্গীকারের এ এক স্বীকৃতি। একইসঙ্গে, এই সম্মান উন্নয়নশীল দেশগুলির অভিন্ন আশা-আকাঙ্ক্ষার প্রতীক। আমি নতমস্তকে কৃতজ্ঞতার সঙ্গে এই সম্মান গ্রহণ করছি। কয়েক শতাব্দী আগে আপনাদের যে পূর্বপুরুষেরা ভারত থেকে মরিশাসে এসেছিলেন, তাঁদের এবং তাঁদের ভবিষ্যৎ প্রজন্মকে আমি এই সম্মান উৎসর্গ করছি। তাঁদের কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে তাঁরা মরিশাসের উন্নয়নের সোনালী অধ্যায়ের সূচনা করেছেন, এর প্রাণবন্ত বৈচিত্র্যে অবদান রেখেছেন। এই সম্মানকে আমি এক দায়িত্ব হিসেবেও গ্রহণ করছি। ভারত ও মরিশাসের কৌশলগত অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সর্বতো প্রয়াস চালানোর অঙ্গীকার আমি পুনর্ব্যক্ত করছি। 

আপনাদের অসংখ্য ধন্যবাদ।

 

SC/SD/DM..