Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

গুরু গোবিন্দসিং-জির চিন্তাভাবনা ও আদর্শে অনুপ্রাণিত বহুজন – বললেন প্রধানমন্ত্রী

গুরু গোবিন্দসিং-জির চিন্তাভাবনা ও আদর্শে অনুপ্রাণিত বহুজন – বললেন প্রধানমন্ত্রী

গুরু গোবিন্দসিং-জির চিন্তাভাবনা ও আদর্শে অনুপ্রাণিত বহুজন – বললেন প্রধানমন্ত্রী

গুরু গোবিন্দসিং-জির চিন্তাভাবনা ও আদর্শে অনুপ্রাণিত বহুজন – বললেন প্রধানমন্ত্রী


গুরুগোবিন্দ সিং-জি কিভাবে বহু মানুষকে অনুপ্রাণিত করেছেন সে কথা জানা উচিৎ সমগ্রবিশ্ববাসীর। জ্ঞান ও প্রজ্ঞা ছিল তাঁর শিক্ষাদর্শের গভীরতায়। তাঁর চিন্তাভাবনা ওআদর্শ প্রেরণা যুগিয়েছে অসংখ্য মানুষকে। শুধুমাত্র সাহসিকতাই নয়, আরও অনেক গুণ ওবৈশিষ্ট্য ছিল গুরু গোবিন্দ সিং-জির ব্যক্তিত্বে যা আমাদের মধ্যে সম্ভ্রম জাগিয়েতোলে।

আজপাটনায় শ্রী গুরু গোবিন্দ সিং-জি মহারাজের ৩৫০তম ‘প্রকাশ পর্ব’ অনুষ্ঠানে যোগ দিয়েএ কথা বলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। গুরু গোবিন্দ সিং-জির ওপর একটিস্মারক ডাকটিকিটও তিনি প্রকাশ করেন এই উপলক্ষে।

প্রধানমন্ত্রীবলেন, কোনরকম সামাজিক ভেদাভেদে বিশ্বাস করতেন না গুরু গোবিন্দ সিং-জি। তাঁর কাছেসকলেই ছিল সমান আদরণীয়।

ভবিষ্যৎপ্রজন্মকে মদ্যপান থেকে দূরে রাখতে বিহারের মুখ্যমন্ত্রী শ্রী নীতীশ কুমার যেউদ্যোগ গ্রহণ করেছেন সেজন্য তাঁর বিশেষ প্রশংসা করেন প্রধানমন্ত্রী। জাতির বিকাশেবিহার যে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সে বিষয়ে তাঁর দৃঢ় আস্থা ওবিশ্বাসের কথা ব্যক্ত করেন তিনি।

PG/SKD/DM/