Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

গুরুদ্বার বের সাহিবে প্রধানমন্ত্রীর শ্রদ্ধাজ্ঞাপন


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সুলতানপুর লোধির গুরুদ্বার বের সাহিবেআজ শ্রদ্ধা নিবেদন করেন। তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণমন্ত্রী শ্রীমতী হরসিমরাত কউর বাদল, পাঞ্জাবের রাজ্যপাল শ্রী ভি পি সিংবাদনোরে ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং।

প্রধানমন্ত্রী গুরুদ্বারের মূল চত্বরে প্রার্থনায় অংশ নেন ও গ্রন্থীরাতাঁকে শাল উপহার দেন। এরপর, প্রধানমন্ত্রী ঐ চত্বরটি ঘুরে দেখেন ও যে কুলগাছের নিচে শ্রী গুরু নানক দেবজি ১৪ বছর সাধনা করেছিলেন, সেখানে যান।

সফর শেষে প্রধানমন্ত্রী ডেরা বাবা নানকের উদ্দেশ্যে রওনা দেন। সেখানেতিনি কর্তারপুরের উদ্দেশ্যে পূণ্যার্থীদের জন্য নির্মিত যাত্রীপ্রতীক্ষালয়ের উদ্বোধন ও প্রথম জাঠার যাত্রার সূচনা করবেন।

CG/CB/DM/