নতুন দিল্লি, ১৭ জানুয়ারি, ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন, গুজরাতের বডনগরের গৌরবময় ইতিহাস ২৫০০ বছরেরও বেশি পুরনো এবং এর সংরক্ষণ ও রক্ষায় অনন্য প্রয়াস নেওয়া হয়েছে।
এক্স পোস্টে তিনি বলেছেন:
“গুজরাতের বডনগরের গৌরবময় ইতিহাস ২৫০০ বছরেরও বেশি প্রাচীন। এর সংরক্ষণ এবং রক্ষার জন্য বেশ কিছু অনন্য প্রয়াস নেওয়া হয়েছে।”
SC/MP/SKD
गुजरात के वडनगर का गौरवशाली इतिहास 2500 साल से भी पुराना है। इसे संजोने और संरक्षित करने के लिए यहां अनूठे प्रयास किए गए हैं। pic.twitter.com/4NvA5vG1Rx
— Narendra Modi (@narendramodi) January 17, 2025