গুজরাটে মা ঊমিয়া ধাম উন্নয়ন প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
13 Dec, 2021
নয়াদিল্লি, ১৩ ডিসেম্বর, ২০২১
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে গুজরাটে ঊমিয়া মাতাধাম মন্দির ও মন্দির প্রাঙ্গণে মা ঊমিয়া ধাম উন্নয়ন প্রকল্পের শিলান্যাস করেন।
এই উপলক্ষে প্রধানমন্ত্রী বলেন, এই প্রকল্প সবকা প্রয়াসের এক উজ্জ্বল দৃষ্টান্ত। পবিত্র এই প্রকল্প সকলের প্রয়াসের মধ্য দিয়ে সম্পূর্ণ হবে। তিনি আরও বলেন, পুণ্যার্থীরা এই প্রকল্পের আধ্যাত্মিক মানসিকতার পাশাপাশি, সমাজ সেবার লক্ষ্য নিয়ে অংশগ্রহণ করবেন। কারণ, মানুষের সেবা করাই সবথেকে বড় আরাধনা।
প্রধানমন্ত্রী বলেন, একটা সময় ছিল যখন পরিবারে এমন এক কাঠামো গড়ে তোলা হ’ত, যাতে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের কাছে দক্ষতার জ্ঞান পৌঁছে দেওয়া যায়। এখন সামাজিক ব্যবস্থায় পরিবর্তন এসেছে। তাই, আমাদেরকে দক্ষতার জ্ঞান পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
বেটি বাঁচাও, বেটি পড়াও অভিযানের সময় উঁঝা সফরের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, মহিলাদের জন্ম হার হ্রাস পাওয়া এটি গভীর উদ্বেগের বিষয়। কিন্তু, এখন এই পরিস্থিতি ধীরে ধীরে পাল্টাচ্ছে। মেয়েদের সংখ্যা ছেলেদের সমান হয়ে উঠছে। এজন্য তিনি সাধারণ মানুষকে ধন্যবাদ দেন। এই অঞ্চলে জলের ঘাটতি মোকাবিলায় মা ঊমিয়ার আশীর্বাদ ও পুণ্যার্থীদের সক্রিয় অংশগ্রহণের কথাও স্মরণ করেন। ড্রিপ ইরিগেশন ব্যবস্থা ব্যাপকভাবে গ্রহণ করার জন্য তিনি তাঁদের ধন্যবাদ দেন।
প্রধানমন্ত্রী বলেন, মা ঊমিয়া যদি আমাদের আধ্যাত্মিক দিশারি হন, তা হলে আমাদের ভূমিই আমাদের জীবন। এই অঞ্চলে সয়েল হেলথ কার্ড ব্যাপকভাবে গৃহীত হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন। গুজরাটের উত্তরাঞ্চলে জৈব চাষাবাদ পদ্ধতি গ্রহণের জন্য তিনি সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, আপনারা দুই একর জমির মধ্যে এক একর জমিতে জৈবিক পদ্ধতিতে চাষাবাদ করে দেখুন এবং বাকি এক একর জমিতে প্রচলিত পদ্ধতিতে কৃষি কাজ করুন। এই পদ্ধতিতে আপনারা আরও এক বছর চাষ করে দেখুন। তা হলে আপনারা জৈব কৃষি কাজের সুফল উপলব্ধি করতে পারবেন। জৈব পদ্ধতিতে কৃষি কাজ না কেবল খরচ সাশ্রয় করে, সেই সঙ্গে জমির উর্বরতাও বাড়ায়। তিনি আগামী ১৬ ডিসেম্বর জৈব পদ্ধতিতে কৃষি কাজ সম্পর্কিত কৃষি কাজ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্যও তাঁদের আহ্বান জানান। শ্রী মোদী নতুন পদ্ধতিতে কৃষি কাজ ও শস্য চাষে বৈচিত্র্য আনার জন্যও তাঁদের অনুরোধ জানান।