Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

গুজরাটের সহনশীলতা মূর্ত হয়ে উঠেছে ‘স্মৃতি বন’-এর মধ্য দিয়ে : প্রধানমন্ত্রী


২০০১-এ গুজরাটের ভুজ-এ ভয়বহ ভূমিকম্পে নিহতদের উদ্দেশে শ্রদ্ধা নিবেদনের জন্য জনসাধারণ যে ‘স্মৃতি বন’ পরিদর্শনে ছুটে আসছেন তা লক্ষ্য করে সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

এক ট্যুইট বার্তায় তিনি বলেছেন –

“বিষয়টি লক্ষ্য করে আমি খুশি। ২০০১-এর দুঃখজনক ভূমিকম্পের ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছিলেন, তাঁদের স্মৃতির উদ্দেশে শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যেই গড়ে তোলা হয়েছে ‘স্মৃতি বন’। গুজরাটের সহনশীলতা মূর্ত হয়ে উঠেছে এই স্থানটিতে। আগামী মাসগুলি কচ্ছ ভ্রমণের পক্ষে বেশ মনোরম। রান উৎসব-এর আকর্ষণ ছাড়াও ‘স্মৃতি বন’ হল আরও একটি বিশেষ দর্শনীয় স্থান।”