Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

গুজরাটের আমেদাবাদে সায়েন্স সিটি পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

গুজরাটের আমেদাবাদে সায়েন্স সিটি পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

গুজরাটের আমেদাবাদে সায়েন্স সিটি পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর ২০২৩

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের আমেদাবাদে সায়েন্স সিটি পরিদর্শন করেছেন। রোবোটিক্স গ্যালারি, নেচার পার্ক, অ্যাকোয়াটিক গ্যালারি ও শার্ক টানেলের পাশাপাশি একটি প্রদর্শনীও ঘুরে দেখেন তিনি। 

এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন :

“গুজরাট সায়েন্স সিটির আকর্ষণীয় জায়গাগুলি দেখে সকালের কিছুটা সময় কাটিয়েছি। শুরু করেছি রোবোটিক্স গ্যালারি থেকে, যেখানে রোবোটিক্স-এর অপার সম্ভাবনা চমৎকারভাবে তুলে ধরা হয়েছে। এই প্রযুক্তি যুব সমাজের মধ্যে যেরকম আগ্রহের সঞ্চার করছে, তা দেখে আমার খুব ভালো লেগেছে।”

“রোবোটিক্স গ্যালারিতে ডিআরডিও রোবট, মাইক্রোবট, কৃষি রোবট, মেডিকেল রোবট, স্পেস রোবট ও আরও অনেক কিছু রয়েছে। স্বাস্থ্য পরিষেবা, উৎপাদন এবং প্রাত্যহিক জীবনে রোবোটিক্স-এর রূপান্তরকারী শক্তি কতটা প্রভাব ফেলতে পারে, তা এই মনকাড়া প্রদর্শনী থেকে স্পষ্ট।”

“রোবোটিক্স গ্যালারির ক্যাফে-তে রোবটদের পরিবেশন করা এক কাপ চাও খেয়েছি।”

“গুজরাট সায়েন্স সিটির ব্যস্ত পরিবেশের মধ্যে নেচার পার্ক হল অসাধারণ সুন্দর এক শান্ত নিরিবিলি জায়গা। প্রকৃতি প্রেমিক ও উদ্ভিদবিদদের এটি অবশ্যই দেখা উচিত। এই পার্ক কেবল জীববৈচিত্র্যের প্রচারই করে না, এক শিক্ষামূলক প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করে।”

“চলার পথের দু’ধারে অসামান্য বৈচিত্র্যপূর্ণ অভিজ্ঞতার সম্ভার, পরিবেশ সংরক্ষণ ও সুস্থিতির পাঠ দেয়। ক্যাকটাস গার্ডেন, ব্লক প্ল্যান্টেশন, অক্সিজেন পার্কের মতো অন্য আকর্ষণীয় জায়গাগুলিও ঘুরে দেখার মতো।”

“সায়েন্স সিটির অ্যাকোয়াটিক গ্যালারি জুড়ে জলজ জীববৈচিত্র্য ও সামুদ্রিক বিস্ময়ের উদযাপন। এর মধ্য দিয়ে আমাদের জলজ বাস্তুতন্ত্রের সুক্ষ্ম অথচ গতিশীল ভারসাম্য ফুটে উঠেছে। এটি কেবল এক শিক্ষামূলক অভিজ্ঞতাই নয়, জলের নিচে থাকা জগতের সংরক্ষণ ও সেই জগতের প্রতি শ্রদ্ধাপূর্ণ মনোভাব গড়ে তোলার আহ্বানও বটে।”

“শার্ক টানেলে বিভিন্ন প্রজাতির হাঙরদের বৈচিত্র্যপূর্ণ প্রদর্শন চমক লাগিয়ে দেওয়ার মতো। এই টানেলের মধ্যে দিয়ে গেলে আপনি সামুদ্রিক জীবনের অসামান্য বৈচিত্র্য দেখে মুগ্ধ হয়ে যাবেন। এটি সত্যিই চিত্তাকর্ষক।”

“এটি ভারি সুন্দর!”

প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন গুজরাটের রাজ্যপাল শ্রী আচার্য দেবব্রত এবং মুখ্যমন্ত্রী শ্রী ভূপেন্দ্র প্যাটেল।
 
PG/SD/DM