নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর, ২০২২
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ৫১ শক্তিপীঠের একটি গুজরাটের অম্বাজী মন্দিরে দর্শন ও পূজার জন্য যান।
এর আগে এক অনুষ্ঠানে অম্বাজীর জন্য বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প উৎসর্গ করেন তিনি। নবরাত্রির পবিত্র সময়ে অম্বাজী মন্দির দর্শন করার সুযোগ পেয়ে হর্ষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
PG/PM/SB
Prayed at the Ambaji Temple. Sought Maa’s blessings for the progress of our country and the well-being of our citizens. pic.twitter.com/8vFTk4akx2
— Narendra Modi (@narendramodi) September 30, 2022