নয়াদিল্লি, ৩ মে, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গীতা প্রেসের ১০০ বছর পূর্তিতে শুভেচ্ছা জানিয়েছেন। দেশের আধ্যাত্মিক ঐতিহ্যকে দেশে-বিদেশে ছড়িয়ে দেওয়ার কাজে প্রকাশকদের ১০০ বছরের যাত্রাকে অসামান্য ও অবিস্মরণীয় বলে আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী ট্যুইট করে বলেছেন :
“অনন্ত শুভকামনা! ভারতীয় আধ্যাত্মিক পরম্পরাকে নিজ প্রকাশনের মাধ্যমে দেশে-বিদেশে পৌঁছে দিতে গীতা প্রেসের ১০০ বছরের এই নিরন্তর যাত্রা অদ্ভুত এবং অবিস্মরণীয়।”
PG/AP/DM/
अनंत शुभकामनाएं! भारतीय आध्यात्मिक विरासत को अपने प्रकाशन के माध्यम से देश-दुनिया तक पहुंचाने में निरंतर जुटी गीताप्रेस की 100 वर्षों की यह यात्रा अद्भुत और अविस्मरणीय है। https://t.co/0BaF6tktvQ
— Narendra Modi (@narendramodi) May 3, 2023