নয়াদিল্লি, ১১ ডিসেম্বর, ২০২৪
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গীতা জয়ন্তী উপলক্ষ্যে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
শ্রী মোদী এই উপলক্ষ্যে একটি ছোট ভিডিও ক্লিপ সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন, যেখানে পবিত্র এই গ্রন্থের মাহাত্ম্য তুলে ধরা হয়েছে।
সামাজিক মাধ্যম এক্স – এ এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “সকল দেশবাসীকে গীতা জয়ন্তী উপলক্ষ্যে আন্তরিক শুভকামনা জানাই। ভারতীয় সংস্কৃতি, অধ্যাত্ম এবং ঐতিহ্যের পথ-প্রদর্শক এই পবিত্র গ্রন্থের প্রকাশ দিবস হিসেবে আজকের দিনটি পালন করা হয়। এই উপলক্ষ্যে সকলে কর্মযোগের দিশা প্রাপ্ত হন। জয় শ্রীকৃষ্ণ”!
PG/CB/SB
समस्त देशवासियों को गीता जयंती की अनंत शुभकामनाएं। भारतीय संस्कृति, अध्यात्म और परंपरा के मार्गदर्शक दिव्य ग्रंथ के उद्गम दिवस के रूप में मनाया जाने वाला यह पावन उत्सव हर किसी को कर्मयोग की राह दिखाए। जय श्री कृष्ण! pic.twitter.com/q2w41mGaOA
— Narendra Modi (@narendramodi) December 11, 2024