Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

গায়নাতে ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্য প্রসারলাভ করছে : প্রধানমন্ত্রী

গায়নাতে ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্য প্রসারলাভ করছে : প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ২২ নভেম্বর, ২০২৪

 

ভারত-গায়না সাংস্কৃতিক সম্পর্কে গভীরতা দিতে স্বামী অক্ষরানন্দজীর কাজের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তিনি আজ সরস্বতী বিদ্যা নিকেতন স্কুল পরিদর্শন করেছেন। প্রধানমন্ত্রী বলেন, গায়নায় ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্য প্রসারলাভ করছে। 

এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন :

“গায়নায় ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্য প্রসারলাভ করছে। আমার সরস্বতী বিদ্যা নিকেতন স্কুল পরিদর্শনের সৌভাগ্য হয়েছে। এটি এমন এক জায়গা যা সংস্কৃতি এবং মানুষে মানুষে সম্পর্কের সেতুবন্ধ রচনায় প্রথম সারিতে রয়েছে। এই স্কুলের সঙ্গে যুক্ত সকলের কাজের আমি প্রশংসা করছি। সেইসঙ্গে ভারত-গায়না সাংস্কৃতিক সম্পর্কে গভীরতা দিতে স্বামী অক্ষরানন্দের প্রয়াস বিশেষ প্রশংসনীয়।”

 

PG/AB/NS