Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

গান্ধী জয়ন্তীতে মহাত্মা গান্ধীর স্মৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন প্রধানমন্ত্রীর

গান্ধী জয়ন্তীতে মহাত্মা গান্ধীর স্মৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন প্রধানমন্ত্রীর


নয়াদিল্লি, ০২ অক্টোবর, ২০২২

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গান্ধী জয়ন্তীতে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। শ্রী মোদী গান্ধীজীর প্রতি শ্রদ্ধা জানিয়ে খাদি সামগ্রী ও হস্তশিল্প সামগ্রী কেনার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। শ্রী মোদী বলেন, ভারত এখন আজাদি কা অমৃত মহোৎসব উদযাপন করছে। এই সময়ে গান্ধী জয়ন্তী আরও বেশি গুরুত্বপূর্ণ। তিনি মহাত্মা গান্ধী সম্পর্কে তাঁর চিন্তাভাবনার একটি ভিডিও সকলের সঙ্গে শেয়ার করেছেন। 

এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেন, “#GandhiJayanti – তে মহাত্মা গান্ধীর স্মৃতিতে শ্রদ্ধা জানাই। এ বছর আজাদি কা অমৃত মহোৎসব পালন করছে ভারত। এই সময়ে গান্ধী জয়ন্তী আরও বিশেষ গুরুত্বপূর্ণ। আমরা যেন সর্বদা বাপুর নীতি মেনে জীবনযাপন করি। আমি দেশবাসীকে গান্ধীজীর প্রতি শ্রদ্ধা জানিয়ে খাদি সামগ্রী ও হস্তশিল্প সামগ্রী কেনার আহ্বান জানাই”। 

 

PG/PM/SB