নয়াদিল্লি, ০১ ফেব্রুয়ারি, ২০২৪
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা গণবন্টন কর্মসূচির আওতায় অন্ত্যোদয় অন্ন যোজনা পরিবারগুলির জন্য চিনিতে ভর্তুকি প্রকল্পের মেয়াদ আরও দু’বছর বাড়িয়েছে। এই প্রকল্প চালু থাকবে ২০২৬ সালের ৩১ মর্চ পর্যন্ত।
এই সিদ্ধান্ত দরিদ্র মানুষের কল্যাণে কেন্দ্রীয় সরকারের দায়বদ্ধতারই প্রতিফলন। প্রকল্পটির আওতায় কেন্দ্রীয় সরকার সংশ্লিষ্ট রাজ্যগুলিতে অন্ত্যোদয় অন্ন যোজনা পরিবারগুলির জন্য প্রতি কিলোগ্রাম চিনিতে প্রতি মাসে ১৮.৫০ টাকা ভর্তুকি দিয়ে থাকে। মন্ত্রিসভার এই সিদ্ধান্তের ফলে পঞ্চদশ অর্থ কমিশনের মেয়াদকালে (২০২০-২১ থেকে ২০২৫-২৬) সরকারের আনুমানিক খরচ হবে ১ হাজার ৮৫০ কোটি টাকা। উপকৃত হবেন ১.৮৯ অন্ত্যোদয় অন্ন যোজনা পরিবার। চিনি ক্রয় ও বিতরণের দায়িত্ব সংশ্লিষ্ট রাজ্যগুলির।
সরকার ইতিমধ্যেই প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনার আওতায় বিনামূল্যে রেশন দিচ্ছে। এর পাশাপাশি সুলভ মূল্যে ‘ভারত আটা’, ‘ভারত ডাল’, টমেটো এবং পেঁয়াজ সরবরাহ করা হচ্ছে। এখনও পর্যন্ত প্রায় ৩ লক্ষ টন ‘ভারত ডাল’ এবং ২.৪ লক্ষ টন ‘ভারত আটা’ বিক্রি হয়েছে। এইসব উদ্যোগ ‘সকলের জন্য খাদ্য, সকলের জন্য পুষ্টি’র ক্ষেত্রে মোদীর গ্যারান্টিকে তুলে ধরে।
PG/AC/SB
देश के हमारे गरीब से गरीब भाई-बहनों के पोषण और स्वास्थ्य में कोई कमी ना रहे, इसके लिए हमारी सरकार निरंतर प्रयास कर रही है। इसी कड़ी में एक बड़ा निर्णय लेते हुए अंत्योदय अन्न योजना से जुड़े परिवारों के लिए चीनी सब्सिडी की योजना को अगले दो वर्षों तक बढ़ाने की मंजूरी दी गई है। इससे… https://t.co/Vf0RfLnxuL
— Narendra Modi (@narendramodi) February 1, 2024