Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

গণতন্ত্রের উপর নেতৃ পর্যায়ে আয়োজিত শীর্ষ সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তব্য প্রধানমন্ত্রীর

গণতন্ত্রের উপর নেতৃ পর্যায়ে আয়োজিত শীর্ষ সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তব্য প্রধানমন্ত্রীর


নয়াদিল্লি, ২৯ মার্চ, ২০২৩

নমস্কার!

১৪০ কোটি ভারতবাসীর পক্ষ থেকে আমি আপনাদের অভিনন্দন জানাই।

প্রাচীন ভারতে নেতাদের নির্বাচনের বিষয়টি ছিল খুবই সাধারণ একটি প্রথা। এমনকি, পৃথিবীর অন্যত্র এই ধরনের ব্যবস্থা চালু হওয়ার অনেক আগে থেকেই আমাদের দেশে তা প্রচলিত ছিল। আমাদের প্রাচীন মহাকাব্য মহাভারতেও নেতা নির্বাচনের বিষয়টি নাগরিকদের প্রথম কর্তব্য বলে ঘোষণা রয়েছে।

আমাদের পবিত্র বেদ গ্রন্থে যে রাজনৈতিক ক্ষমতার কথা বলা হয়েছে, তা প্রয়োগ করা হ’ত বহুজনকে নিয়ে গঠিত এক পরামর্শ পরিষদের সুপারিশ অনুসরণ করে। সুপ্রাচীন ভারতবর্ষে প্রজাতন্ত্রী অনেকগুলি রাজ্যেরই উল্লেখ রয়েছে, যেখানে শাসকরা কিন্তু বংশ পরম্পরায় দেশ বা রাজ্য শাসন করতেন না। সেই অর্থে ভারত হ’ল প্রকৃত অর্থেই গণতন্ত্রের জননী।

মাননীয় অতিথিবৃন্দ,

গ৭ণতন্ত্র একটি কাঠামো মাত্র নয়, তা এক বিশেষ শক্তিও বটে। প্রতিটি মানুষের আশা-আকাঙ্খাই যে সমান গুরুত্বপূর্ণ – এই বিশ্বাসকে অবলম্বন করেই গণতন্ত্রের ভিত তৈরি হয়েছে। এই কারণেই ভারতে যে জীবন দর্শন আমাদের সর্বদাই পথ দেখিয়েছে, তা হ’ল – ‘সবকা সাথ, সবকা বিকাশ’। এর অর্থ হ’ল – অন্তর্ভুক্তিমূলক বিকাশের লক্ষ্যে মিলিতভাবে প্রচেষ্টা চালিয়ে যাওয়া।

জীবনশৈলীর পরিবর্তনের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের মোকাবিলা, জল সংগ্রহ ও বন্টনের মাধ্যমে জল সংরক্ষণ প্রচেষ্টা অথবা প্রত্যেকের জন্যই দূষণ মুক্ত রান্নার জ্বালানীর যোগান – যাই হোক না কেন প্রতিটি উদ্যোগের পেছনেই রয়েছে ভারতীয় নাগরিকদের মিলিত প্রচেষ্টার শক্তি।

কোভিড-১৯ অতিমারীর ভারত যেভাবে মোকাবিলা করেছে, তা ছিল জনসাধারণ পরিচালিত এক বিশেষ উদ্যোগ। তাঁদের জন্যই সম্ভব হয়েছে ভারতেই প্রস্তুত ভ্যাকসিনের সাহায্যে ২০০ কোটি টিকাদান কর্মসূচি। আমাদের ‘ভ্যাকসিন মৈত্রী’ উদ্যোগটি বিশ্বের লক্ষ লক্ষ ভ্যাকসিন উৎপাদন ও তার প্রয়োগ প্রচেষ্টার সঙ্গে একযোগে কাজ করে গেছে।

আমাদের গণতান্ত্রিক শক্তির মূল মন্ত্র ‘বসুধৈব কুটুম্বকম্’ অর্থাৎ ‘এক অভিন্ন পৃথিবী, এক অভিন্ন পরিবার’ তথা ‘এক অভিন্ন ভবিষ্যৎ’ – এই উদ্যোগে আমাদের পথ দেখিয়েছে।

মাননীয় অতিথিবৃন্দ,

গণতন্ত্রের বৈশিষ্ট্য বা গুণাবলী সম্পর্কে অনেক কথাই বলা সম্ভব। কিন্তু, আমি শুধু একটি কথাই এখানে বলতে আগ্রহী, তা হ’ল – বিশ্বের বিভিন্ন সমস্যা সত্ত্বেও ভারত বর্তমানে দ্রুততম গতিতে বিকাশশীল এক প্রধান অর্থনীতির দেশ হয়ে উঠেছে। বিশ্বে গণতন্ত্রের বিজ্ঞাপন বলে যদি কিছু থেকে থাকে, তা হলে   এর চেয়ে সেরা আর কিছু হতে পারে না। কারণ, গণতন্ত্রই যে সবকিছু দিতে পারে, তার সার্থক প্রতিফলন ঘটেছে এর মধ্যে।
এই অধিবেশনে সভাপতিত্ব করার জন্য প্রেসিডেন্ট উন-কে ধন্যবাদ জানাই।

ধন্যবাদ জানাই এখানে উপস্থিত বিশিষ্ট নেতৃবৃন্দকেও।

অনেক অনেক ধন্যবাদ।

PG/SKD/SB